আমাদের গৌরবময় পথচলা

প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

১৯৯৮ সাল থেকে আজ অবধি, আমরা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক আলোকিত প্রজন্ম গড়ে তুলছি।

ঐতিহ্য ও প্রতিষ্ঠা

একদল মুখলিস উলামায়ে কেরামের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আজ হাজারো শিক্ষার্থীর প্রাণের স্পন্দন।

আমাদের মূল লক্ষ্য ছিল কুরআন-হাদিসের গভীর জ্ঞানের পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রদান করা। আজ আমাদের গ্রাজুয়েটরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সুনামের সাথে কাজ করছেন।

৫০০০+সফল গ্রাজুয়েট
১২০+অভিজ্ঞ শিক্ষক
Madrasa Heritage

আমাদের দর্শন

আমরা যা বিশ্বাস করি এবং যা অর্জন করতে চাই

মিশন

সঠিক দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা।

ভিশন

একটি আন্তর্জাতিক মানের আধুনিক ইসলামি শিক্ষা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করা।

মূলবোধ

তাকওয়া, আমানতদারি এবং নিরলস জ্ঞান সাধনাই আমাদের মূল চালিকাশক্তি।

কেন আমরা স্বতন্ত্র?

আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আমাদের কারিকুলামকে সাজিয়েছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।

ডিজিটাল ক্লাসরুম
অভিজ্ঞ মুফতি ও ওলামা
বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
আধুনিক কম্পিউটার ল্যাব
মানসম্মত আবাসন
উন্নত লাইব্রেরি সুবিধা
Student
Campus
Library
Class

পরিচালনা পর্ষদ

মাওলানা আব্দুল হাই

সভাপতি

প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা

মুফতি মুহাম্মদ ওসমান

অধ্যক্ষ

প্রশাসনিক ও শিক্ষা প্রধান

হাফেজ আবু বকর

পরিচালক

হিফজ বিভাগীয় প্রধান

আমাদের সাথে যুক্ত হোন

আপনার সন্তানকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।